Jakariya1234 Subscriber 2 years ago |
গল্পটি বড় পীর আব্দুল কাদের জিলানী (রহঃ) যুবক বয়সের। যারা আল্লাহর ওলিদের সাথে বেআদবি করেন, সেসকল ভাই-বোনদের জন্য এই ঘটনায় একটি শিক্ষা বা উপদেশ রয়েছে। তাহলে গল্পটি পড়া শুরু করা যাক…
তিন যুবকের নিয়ত
কুতুবে জামান হযরত আব্দুল কাদের জিলানী রহঃ। তাঁরই যৌবনকালের একটি ঘটনা। একদিন তিনি এক বুযুর্গের সাথে মুলাকাত করতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন আরো দু’জন লোক। ওদের গন্তব্যও সেই একই জায়গায়।
চলতে চলতে ওরা পরস্পর কথা বলছিল। হযরত আব্দুল কাদের জিলানী রহঃ ওদের কথা চুপচাপ শুনে যাচ্ছিলেন। নিজ থেকে তিনি কিছুই বলছিলেন না।
কথা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে। আলোচনা থেকে কোনো কিছু বাদ যাচ্ছিল না। ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয়-সব ধরনের কথাই স্থান পাচ্ছিল ওদের আলাপচারিতায়।
সঙ্গী দু’জনের একজনের নাম-ইবনুস সাকা। বেশিরভাগ কথা সে-ই বলছিল। তাঁর মুখ থেকে খৈ ফুটছিল যেন।
কথা-বার্তায় এক পর্যায়ে সে তাঁর সাথীকে জিজ্ঞেস করল, ভাই! তুমি কী উদ্দেশ্যে বুযুর্গের খেদমতে যাচ্ছ?
জবাবে সে বলল, আমি কেবল একটি উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি। আর তাহলো—রিযিকের প্রশস্ততার জন্য দোয়া চাওয়া। এবার তোমার উদ্দেশ্য বলো।
উত্তরে ইবনুস সাকা বলল, আমি এক বড় উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি। আমার উদ্দেশ্য হলো, বুযুর্গকে পরীক্ষা করা। তিনি কোন মাপের বুযুর্গ তা দেখার জন্যই আমার এ দীর্ঘ সফর। এ জন্যেই আমি এত কষ্ট স্বীকার করছি। সেখানে যাওয়ার পর তুমি দেখবে, আমি বুজুর্গকে এমন প্রশ্ন করব, যার উত্তর দেওয়া তাঁর জন্য মোটেও সহজ হবে না। তাছাড়া তিনি কি শুধু বুযুর্গ, নাকি আলেমও-তা পরখ করাও আমার উদ্দেশ্য।
আলাপ-আলোচনার এ পর্যায়ে পৌঁছে ওরা হযরত আব্দুল কাদের জিলানী রহঃ-এর দিকে মনোনিবেশ করল। জিজ্ঞেস করল, ভাই! আমরা কেন বুযুর্গের খেদমতে যাচ্ছি তা তো তুমি শুনেছ। এবার বলতো তোমার নিয়তটা কি?
হযরত আব্দুল কাদের জিলানী রহঃ বললেন—বুযুর্গের খেদমতে হাজির হয়ে স্বীয় আত্মার সংশোধন এবং তাঁর কাছ থেকে দোয়া নেওয়ার জন্যই যাচ্ছি। আল্লাহ যেন তাঁর উসীলায় আমার উপর সদয় হন। আমার প্রতি রহম করেন—এটাই আমার উদ্দেশ্য। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই।
Alert message goes here